Lava Agni 4 আসছে নভেম্বরেই: নতুন ধাতব নকশা ও শক্তিশালী ফিচারে ভরপুর এই স্মার্টফোন!
ভারতের দেশীয় ব্র্যান্ড Lava আবারও তৈরি প্রযুক্তি জগতে সাড়া জাগানোর। কোম্পানিটি আগামী ১লা নভেম্বর লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Lava Agni 4। ইতিমধ্যেই প্রকাশিত টিজারে দেখা গেছে এই ফোনটি আসছে সম্পূর্ণ ধাতব বডি ও ধাতব বোতামসহ, যা ডিজাইন ও গুণমানে পূর্বসূরি মডেলের তুলনায় অনেকটাই উন্নত।কোম্পানির অফিসিয়াল পোস্টে লেখা — “ধাতু দিয়ে তৈরি, কারণ প্লাস্টিকের…
